DSS Job Circular 2024 | সমাজসেবা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - Teach Journey

DSS Job Circular 2024 | সমাজসেবা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

একনজরে সমাজসেবা নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নাম: সমাজকর্মী (ইউনিয়ন)

খাত: স্থায়ী রাজস্ব

পদসংখ্যা: ২০৯টি

শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

আবদনের সময়সীমা: ১২/০৬/২০২৪ সকাল ১০:০০ ঘটিকা এবং ১৮/০৭/২০২৪ রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত

আবেদনের লিংক: http://dss.teletalk.com.bd

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিঃ

সমাজসেবা মন্ত্রণায়াধীন সমাজসেবা অধিদপ্তরের নিম্নোক্ত শূণ্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট থেকে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহবান করা হচ্ছে ।

ক্র.

নং

পদের

নাম

খাতপদসংখ্যাশিক্ষাগত যোগ্যতাযে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই 
০১

সমাজকর্মী (ইউনিয়ন)

গ্রেড-১৬

৯৩০০-২২৪৯০/-

স্থায়ী রাজস্ব২০৯টি

ক) কোন স্বীকৃত বোর্ড হইতে নূন্যতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমি সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

খ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ২৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য

রাজবাড়ী, বান্দরবান, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি ।

তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে যে কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন

আবেদনের পদ্ধতি ও শর্তাবলী:

১. নিয়োগের জন্য আবেদনকারী সাধারণ প্রার্থীদের বয়স ১২/০৬/২০২৪ তারিখে ১৮-৩০ বছর এবং বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাগণের ক্ষেত্রে বয়স ১৮-৩২ বছর । বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাগণের বয়স ১৮-৩০ বছর । শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮-৩০ বছর । বয়সের ক্ষেত্রে এফিডেবিট গ্রহণযোগ্যতা নয় ।

২. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিমান/মকল প্রকার কোটা অনুসরণ করা হবে ।

৩. আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদির মূল কপি প্রদর্শন করতে হবে এবং ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে ।

ক) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) সনদের সত্যায়িত কপি ।

খ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদপত্রের সত্যায়িত কপি ।

গ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান/পৌরসভা মেয়র/ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র ।

ঘ) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র ।

ঙ) শারীরিক প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং আনসার ও ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সনদ এবং বীর মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মৃক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পিতা-মাতার/পুত্র-কন্যাগণের পিতামহ.মাতামহ এর মুক্তিযোদ্ধার সনদপত্র ।

চ) আবেদনকারী বীর মু্ক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং মুক্তিযোদ্ধা/শহীদ পুত্র-কন্যা হলে আবেদনকারীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক উল্লেখপূর্বক ১ম শ্রেণির

৪.  কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোন শর্ত সংযোজন, সংশোধন এবং পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করুন । কর্তৃপক্ষ অনিবার্য কারণবশত: নিয়োগ প্রক্রিয়া যে কোন পর্যায়ে স্থগিত/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করুন ।

৫। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী:

ক) পরীক্ষায় অংশগ্রহণকারী ইচ্ছুক http://dss.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন ।

আবেদনের সময়সীমা নিম্নরুপ:

  • Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ১২/০৬/২০২৪ সকাল ১০:০০ ঘটিকা
  • Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৮/০৭/২০২৪ রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত ।

উক্ত সময় সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন ।

খ. Online আবেদনপত্র প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন । ছবির সাইজ সর্বোচ্চ 100 KB স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে ।

গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে । সেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী শতভাগ নিশ্চিত হবেন ।

         ঘ) প্রার্থী Applicant’s Copy পরীক্ষা সংক্রান্ত যে কোন সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন ।

ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং Signature আপলোড করে আবেদনপত্র জমা সম্পর্ণ হলে Application Preview দেখা যাবে । নির্ভলভাবে আবেদনপত্র Submit করা সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applican ‘s Copy পাবেন । উক্ত  Applican ‘s Copy প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন । Applicant’s copy তে একটি ইউজার আইডি নম্বর দেয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ০১ এ বর্ণিত পদের জন্য ২০০ (দুইশত) টাকা ও টেলিটক সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ২৩ (তেইশ) টাকাসহ মোট ২২৩ (দুইশত তেইশ) টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন । বিশেষভাবে উল্লেখযোগ্য অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে জমা করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন আবেদন পত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না ।

         প্রদত্ত SMS: DSS <space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে I Example: DSS ABCDHF

Reply: Applicant’s Name, TK ……………….. will be charged as application fee.Your PIN is 12345678. To Confirm fee Type DSS <space> YES <space>PIN and Send to 16222

দ্বিতীয় SMS DSS <space> YES <space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে । Example: DSS YES 12345678 Reply: Congratulation Applicant’s Name, payment completed successfully for DSS Application for the post of xxxxxxxxxxxxxx, User ID is (ABCDEF) and Password (xxxxxxxxx)

চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dss.teletalk.com.bd অথবা https://dss.gov.bd/  এর ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে । অনলাইনে আবদেনপত্রে প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিক অনুসরণ করা প্রয়োজনীয় ।

ছ) এসএমএস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট (সম্বব হলে রঙ্গিন) করে নিবেন । প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন ।

জ) শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে প্রার্থীগণ নিম্নবর্ণিত এসএমএস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পিন পুনরুদ্ধার করতে পারবেন ।

৬. ইউজার আইডি জানা থাকলে: : DSS <space>Help<space>UserUser ID & Send to 16222. Example: DSS HELP USER ABCDEF

৭. পিন নম্বর জানা থাকলে: : DSS <space> Help<space> PIN <space> PIN NO & Send to 16222. Example: DSS HHLP PIN 12345678

৮. ক্রটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গন্য হবে ।

৯. আবেদনকারীকে লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌলিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ দেয়া হবে না ।

১০. অনলাইনে পূরণকৃত কোটায় প্রার্থীতা দাবি না করলে নতুন করে প্রার্থীতা গ্রহণযোগ্যতা হবে না ।

১১. নিয়োগসংক্রান্ত বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে ।

১২. পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে ।

Nazmus Sakib

Nazmus Sakib, Disaster Mangement (Studying) Begum Rokeya University, Rangpur.

Related Posts

বাংলাদেশ সেনাবাহিনীর ৯৪তম বিএমএ অফিসার ক্যাডেট পদে চাকরির বিজ্ঞপ্তি

Table of Contents একনজরে বাংলাদেশ সেনাবাহিনী কোর্স ৯৪তম বিএমএ কোর্স পদের নাম: ৯৪তম বিএমএ দীর্ঘ কোর্সপদসংখ্যা: N/Aশিক্ষাগত যোগ্যতা: সর্বনিম্ন মাধ্যমিকআবদনের সময়সীমা: ১৬/০৭/২০২৪ থেকে ০৮/০৮/২০২৪ বিকাল ৫টা পর্যন্তআবেদনের লিংক: https://join.army.mil.bd বিস্তারিত নিয়োগ…

Bangladesh Railway Circular 2024 | বাংলাদেশ রেলওয়ে চাকরি ২০২৪

Table of Contents এক নজরে বাংলাদেশ রেলওয়ে চাকরি পদের নাম: ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার, ট্রাফিক এ্যাপ্রিন্টস  এবং ট্রেড এ্যাপ্রেন্টিসপদসংখ্যা: মোট ৩৩৮টিখাত: রাজস্ব খাতভুক্তশিক্ষাগত যোগ্যতা: সর্বনিম্ন মাধ্যমিকআবদনের সময়সীমা: ০১/০৭/২০২৪ থেকে ০৮/০৮/২০২৪…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বাংলাদেশ সেনাবাহিনীর ৯৪তম বিএমএ অফিসার ক্যাডেট পদে চাকরির বিজ্ঞপ্তি

বাংলাদেশ সেনাবাহিনীর ৯৪তম বিএমএ অফিসার ক্যাডেট পদে চাকরির বিজ্ঞপ্তি

Priority-level action plans of National Plan for Disaster Management (NPDM 2021-2025)

Priority-level action plans of National Plan for Disaster Management (NPDM 2021-2025)

Vision and Strategies of NPDM 2021-2025

Vision and Strategies of NPDM 2021-2025

National Plan for Disaster Management (NPDM 2021-2025)

Disaster Management Plan in Bangladesh

Disaster Management Plan in Bangladesh

Crisis Management Framework in Tourism

Crisis Management Framework in Tourism