![](https://www.teachjourney.com/wp-content/uploads/2024/06/download-e1719814811515.jpeg)
একনজরে সমাজসেবা নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম: সমাজকর্মী (ইউনিয়ন)
খাত: স্থায়ী রাজস্ব
পদসংখ্যা: ২০৯টি
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
আবদনের সময়সীমা: ১২/০৬/২০২৪ সকাল ১০:০০ ঘটিকা এবং ১৮/০৭/২০২৪ রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত
আবেদনের লিংক: http://dss.teletalk.com.bd
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিঃ
সমাজসেবা মন্ত্রণায়াধীন সমাজসেবা অধিদপ্তরের নিম্নোক্ত শূণ্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট থেকে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহবান করা হচ্ছে ।
ক্র. নং | পদের নাম | খাত | পদসংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই |
০১ | সমাজকর্মী (ইউনিয়ন) গ্রেড-১৬ ৯৩০০-২২৪৯০/- | স্থায়ী রাজস্ব | ২০৯টি | ক) কোন স্বীকৃত বোর্ড হইতে নূন্যতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমি সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ খ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ২৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য | রাজবাড়ী, বান্দরবান, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি । তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে যে কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন |
আবেদনের পদ্ধতি ও শর্তাবলী:
১. নিয়োগের জন্য আবেদনকারী সাধারণ প্রার্থীদের বয়স ১২/০৬/২০২৪ তারিখে ১৮-৩০ বছর এবং বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাগণের ক্ষেত্রে বয়স ১৮-৩২ বছর । বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাগণের বয়স ১৮-৩০ বছর । শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮-৩০ বছর । বয়সের ক্ষেত্রে এফিডেবিট গ্রহণযোগ্যতা নয় ।
২. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিমান/মকল প্রকার কোটা অনুসরণ করা হবে ।
৩. আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদির মূল কপি প্রদর্শন করতে হবে এবং ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে ।
ক) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) সনদের সত্যায়িত কপি ।
খ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদপত্রের সত্যায়িত কপি ।
গ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান/পৌরসভা মেয়র/ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র ।
ঘ) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র ।
ঙ) শারীরিক প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং আনসার ও ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সনদ এবং বীর মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মৃক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পিতা-মাতার/পুত্র-কন্যাগণের পিতামহ.মাতামহ এর মুক্তিযোদ্ধার সনদপত্র ।
চ) আবেদনকারী বীর মু্ক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং মুক্তিযোদ্ধা/শহীদ পুত্র-কন্যা হলে আবেদনকারীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক উল্লেখপূর্বক ১ম শ্রেণির
৪. কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোন শর্ত সংযোজন, সংশোধন এবং পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করুন । কর্তৃপক্ষ অনিবার্য কারণবশত: নিয়োগ প্রক্রিয়া যে কোন পর্যায়ে স্থগিত/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করুন ।
৫। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী:
ক) পরীক্ষায় অংশগ্রহণকারী ইচ্ছুক http://dss.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন ।
আবেদনের সময়সীমা নিম্নরুপ:
- Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ১২/০৬/২০২৪ সকাল ১০:০০ ঘটিকা
- Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৮/০৭/২০২৪ রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত ।
উক্ত সময় সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন ।
খ. Online আবেদনপত্র প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন । ছবির সাইজ সর্বোচ্চ 100 KB স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে ।
গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে । সেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী শতভাগ নিশ্চিত হবেন ।
ঘ) প্রার্থী Applicant’s Copy পরীক্ষা সংক্রান্ত যে কোন সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন ।
ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং Signature আপলোড করে আবেদনপত্র জমা সম্পর্ণ হলে Application Preview দেখা যাবে । নির্ভলভাবে আবেদনপত্র Submit করা সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applican ‘s Copy পাবেন । উক্ত Applican ‘s Copy প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন । Applicant’s copy তে একটি ইউজার আইডি নম্বর দেয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ০১ এ বর্ণিত পদের জন্য ২০০ (দুইশত) টাকা ও টেলিটক সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ২৩ (তেইশ) টাকাসহ মোট ২২৩ (দুইশত তেইশ) টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন । বিশেষভাবে উল্লেখযোগ্য অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে জমা করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন আবেদন পত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না ।
প্রদত্ত SMS: DSS <space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে I Example: DSS ABCDHF
Reply: Applicant’s Name, TK ……………….. will be charged as application fee.Your PIN is 12345678. To Confirm fee Type DSS <space> YES <space>PIN and Send to 16222
দ্বিতীয় SMS DSS <space> YES <space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে । Example: DSS YES 12345678 Reply: Congratulation Applicant’s Name, payment completed successfully for DSS Application for the post of xxxxxxxxxxxxxx, User ID is (ABCDEF) and Password (xxxxxxxxx)
চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dss.teletalk.com.bd অথবা https://dss.gov.bd/ এর ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে । অনলাইনে আবদেনপত্রে প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিক অনুসরণ করা প্রয়োজনীয় ।
ছ) এসএমএস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট (সম্বব হলে রঙ্গিন) করে নিবেন । প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন ।
জ) শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে প্রার্থীগণ নিম্নবর্ণিত এসএমএস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পিন পুনরুদ্ধার করতে পারবেন ।
৬. ইউজার আইডি জানা থাকলে: : DSS <space>Help<space>UserUser ID & Send to 16222. Example: DSS HELP USER ABCDEF
৭. পিন নম্বর জানা থাকলে: : DSS <space> Help<space> PIN <space> PIN NO & Send to 16222. Example: DSS HHLP PIN 12345678
৮. ক্রটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গন্য হবে ।
৯. আবেদনকারীকে লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌলিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ দেয়া হবে না ।
১০. অনলাইনে পূরণকৃত কোটায় প্রার্থীতা দাবি না করলে নতুন করে প্রার্থীতা গ্রহণযোগ্যতা হবে না ।
১১. নিয়োগসংক্রান্ত বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে ।
১২. পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে ।