Table of Contents
এক নজরে বাংলাদেশ রেলওয়ে চাকরি
পদের নাম: ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার, ট্রাফিক এ্যাপ্রিন্টস এবং ট্রেড এ্যাপ্রেন্টিস
পদসংখ্যা: মোট ৩৩৮টি
খাত: রাজস্ব খাতভুক্ত
শিক্ষাগত যোগ্যতা: সর্বনিম্ন মাধ্যমিক
আবদনের সময়সীমা: ০১/০৭/২০২৪ থেকে ০৮/০৮/২০২৪ বিকাল ৫টা পর্যন্ত
আবেদনের লিংক: http://br.teletalk.com.bd/
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ রেলওয়ে নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্যপদ পূরণের নিমিত্ত শর্তসাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আহবান করা যাচ্ছে ।
ক্রমিক নং | পদের নাম ও বেতন স্কেল | পদের সংখ্যা | বয়সসীমা | শিক্ষাগত যোগ্যতা | যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন |
---|---|---|---|---|---|
০১ | ট্রেন এক্সামিনার (গ্রেড-১২) বেতন-১১,৩০০-২৭,০০০/- টাকা | ৪৫টি | ১৮ থেকে ৩০ বছর | কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যুন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি | সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন । |
০২ | ট্রেন কন্ট্রোলার (গ্রেড-১২) ১১,৩০০-২৭,৩০০/- টাকা | ২৭টি | ১৮ থেকে ৩০ বছর | কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যুন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি | সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন । |
০৩ | ট্রাফিক এ্যাপ্রেন্টিস (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০/- টাকা | ১৮টি | ১৮ থেকে ৩০ বছর | কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যুন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি | সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন । |
০৪ | ট্রেড এ্যাপ্রেন্টিস (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০/- টাকা | ২৪৮টি | ১৮ থেকে ৩০ বছর | কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যুন এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ | সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন । |
ক) প্রার্থীর বয়স ০১/০৭/২০২৪ তারিখে অবশ্যই ১৮-৩০ বছরের মধ্যে থাকতে হবে । তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য । উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধার/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র/কন্যাদের ক্ষেত্রে ৩০ বছর ।
খ) চাকরিরত প্রাথীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে । চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে । তবে, সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি প্রদর্শন করতে হবে ।
গ) নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান ও কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে ।
ঘ) মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপিসহ একসেট সত্যায়িত কপি জমা দিতে হবে এবং পূরণকৃত আবেদনসহ একসেট ফটোকপি দাখিল করতে হবে । এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং আবেদনকারী কোনো বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধার/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা অথবা পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের মূল কপিসহ সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার সনদ পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে । মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদ/প্রমাণ পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে ।
ঙ) প্রার্থী কোনো রেলওয়ে কর্মচারীর পোষ্য [পোষ্য অর্থ বাংলাদেশ রেলওয়ে স্থায়ী পদে অন্যুন ২০ বছর চাকরি সম্পন্ন হয়েছে এরুপ কর্মরত বা অবসরপ্রাপ্ত (জীবিত বা মৃত) কর্মচারীর সন্তান ও বিধবা স্ত্রী বুঝাবে] হলে আবেদনকারীর সাথে কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মচারীর (জীবিত বা মৃত) সম্পর্ক উল্লেখপূর্বক নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত ও বিভাগীয় প্রধানের প্রতিস্বাক্ষরসহ প্রত্যয়নপত্র এবং পোষ্য সংক্রান্ত প্রমাণক দাখিল করতে হবে ।
আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলীঃ
পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক http://br.teletalk.com.bd/ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন ।
আবেদনের সময়সীমা নিম্নরুপঃ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০১/০৭/২০২৪ সকাল ০৯:০০ টা । Online এ আবদেনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ০৮/০৮/২০২৪ বিকাল ৫টা পর্যন্ত । উক্ত সময়সীমার মধ্যে আবেদনপত্র সাবমিট এর সময় ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিবেন । অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি ও স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন । ছবির সাইজ সর্বোচ্চ ১০০kb ও স্বাক্ষরের সাইজ ৬০kb এর মধ্যে হতে হবে ।
এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানঃ
Applicant’s Copy তে একটি ইউজার আইডি দেয়া থাকবে এবং ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ০২টি এসএমএস করে ১নং থেকে ৩নং ক্রমিকের জন্য ২২৩ টাকা এবং ৪নং ক্রমিকের জন্য ১১২ টাকা টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন । প্রথম এসএমএস:
BR <space> User ID লিখে সেন্ড করতে হবে ১৬২২২ নম্বরে ।
দ্বিতীয় এসএমএস:
BR <Space> Yes <Space> PIN লিখে Sent করতে হবে ১৬২২২ নম্বররে ।
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি *** ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেকে) যথাসময়ে জানানো হবে । SMS প্রেরিত ইউজার আইডি এবং পার্সওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রার্থী ডাইনলোড পূর্বক প্রিন্ট করে নিবেন । প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন ।
চ) শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত এসএমএস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Password, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন । অথবা
i) User ID জানা থাকলে BR <Space> Help <Space> User <Space> User ID লিখে Sent করতে হবে ১৬২২২ নম্বরে ।
Example: BR Help User ABC লিখে Sent করতে হবে ১৬২২২ নম্বরে (ABC এর স্থলে User ID লিখতে হবে ।
ii) PIN জানা থাকলে BR <Space> Help <Space> User <Space> PIN লিখে Sent করতে হবে ১৬২২২ নম্বরে ।
Example: BR Help User 123 লিখে Sent করতে হবে ১৬২২২ নম্বরে (123 এর স্থলে PIN লিখতে হবে ।
ছ) অনলাইন আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা vas.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে । ই-মেইল Sybject এ Organization name: BR post Name: xxxxx, Applicants user id, contact nmuber অবশ্যই উল্লেখ করতে হবে ।
জ) অনলাইনে আবদেন এবং টাকা জমার কাজটি আবেদনকারী নিজেই করবেন । এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন হলে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না । শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদনটি জমাদান করতে পরামর্শ দেয়া হচ্ছে ।
ঝ) প্রাধিকার কোটায় আবেদনরে ক্ষেত্রে আবদনের সময় সংশ্লিষ্ট কোটা নির্বাচন করতে হবে । আবেদন দাখিলের জন্য নির্ধারিত তারিখের পর ইস্যুকৃত কোটা সংক্রান্ত কোনো সনদ গ্রহণ হবে না ।
ঞ) লিখিত পরীক্ষার সময় প্রার্থী কেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি সদৃশ মোবাইল ফোন, ক্যালকুলেটর বা কোনোরুপ ইলেকট্রনিক ডিভাইস, বই, ব্যাগ, হাত ঘড়ি, পকেট ঘড়ি আনতে পারবেন না । পরীক্ষা চলাকালে এরুপ কোন সামগ্রী পাওয়া গেলে প্রার্থীতা বাতিলসহ উক্ত প্রার্থীকে বহিষ্কার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
বিঃদ্রঃ বাংলাদেশ রেলওয়ে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পন্ন করা হয় । তাই দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে প্রলুদ্ধ হয়ে কোনো প্রকার অর্থ লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো । অর্থ-লেনদেন বা অন্য কোনো অনৈতিক উপায়ে বাংলাদেশ রেলওয়েতে চাকরি পাওয়ার কোনো সুযোগ নেই । কেউ অর্থের বিনিময়ে চাকরি দেয়ার প্রলোভন দেখালে তাকে নিকটস্থ থানার সোপর্দ করা, থানা অথবা গোয়েন্দা সংস্থাকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো ।
ট) কর্তুপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন ।
ঠ) নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে ।
Spot on with this write-up, I really believe that
this amazing site needs a great deal more attention. I’ll probably
be back again to read more, thanks for the info!
Thank you for your comment. stay with us